‘নিরাপত্তার হুমকি বুঝতে পারিনি!’ বিস্ফোরক অজিত দোভাল

ajit-doval-security-threat-statement-viksit-bharat

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালের (Ajit Doval)সাম্প্রতিক একটি বক্তব্য দেশজুড়ে আলোড়ন তুলেছে। ভিকসিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ মঞ্চে দেওয়া এই বক্তৃতায় তিনি ভারতের প্রাচীন সভ্যতার গৌরবময় অতীতের কথা তুলে ধরে একই সঙ্গে ঐতিহাসিক ভুলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর কথায়, “আমরা ছিলাম একটি অত্যন্ত উন্নত সভ্যতা। আমরা কারও মন্দির ভাঙিনি।

বিদেশিদের আক্রমণ করিনি, এমনকি যখন বিশ্বের অন্যান্য অংশ দুর্বল ছিল তখনও। কিন্তু আমরা আমাদের নিরাপত্তার হুমকি বুঝতে পারিনি। আর তাই ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে।”এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে ভারতের সভ্যতাগত গর্ব ও বর্তমান নিরাপত্তা সচেতনতার মধ্যে একটি শক্তিশালী সংযোগ বলে মনে করছেন।

   

আইএসএলে অনিশ্চিত ওডিশা, ফেডারেশনের কাছে বাড়তি সময় চাইল ম্যানেজমেন্ট

অজিত দোভাল , যিনি দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা কৌশলের অন্যতম মূল স্থপতি, এই কথাগুলো বলার সময় ভারতের প্রাচীন গৌরবের দিকে ইঙ্গিত করেন। প্রাচীন ভারত ছিল জ্ঞান-বিজ্ঞান, দর্শন, স্থাপত্য ও সংস্কৃতির কেন্দ্র। নালন্দা, তক্ষশীলা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল শান্তিপূর্ণ উপায়ে। কোনও আগ্রাসী যুদ্ধ বা মন্দির-ধর্মস্থান ধ্বংসের ইতিহাস ভারতীয় সভ্যতার সঙ্গে যুক্ত নয় এমনটাই তাঁর বক্তব্যের মূল সুর।

কিন্তু এই শান্তিপ্রিয়তা ও উদারতার মধ্যেই লুকিয়ে ছিল একটি বড় ভুল। দোভালের মতে, বিদেশি আক্রমণকারীদের হুমকি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারা এবং নিরাপত্তার প্রতি উদাসীনতা ভারতকে দীর্ঘকাল ধরে ক্ষতিগ্রস্ত করেছে। মধ্যযুগ থেকে শুরু করে বিভিন্ন আক্রমণ, লুণ্ঠন ও বিদেশি শাসনের ফলে ভারতীয় সভ্যতা বহুবার রক্তাক্ত ও অপমানিত হয়েছে।

পূর্বপুরুষরা অসংখ্য কষ্ট সহ্য করেছেন এই সভ্যতা ও জাতির ধারণাকে বাঁচিয়ে রাখার জন্য। দোভালের কথায়, “ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই শিক্ষা ভুলে না যায়। যদি ভুলে যায়, তাহলে দেশের জন্য তা দুর্ভাগ্যজনক হবে।”এই বক্তব্য প্রসঙ্গে অনেকে মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা নীতির দৃঢ়তার পেছনে এই ঐতিহাসিক শিক্ষাই কাজ করছে।

সীমান্তে চীন-পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, সন্ত্রাসবাদের হুমকি, অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ সবকিছুর মধ্যে দোভালের এই কথা একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারত এখন আর শুধু শান্তির পথে চলতে চায় না, নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে দৃঢ় পদক্ষেপ করছে। ‘আত্মনির্ভর ভারত’ থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা, সবই এই শিক্ষার প্রতিফলন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন