বড় অ্যাকশন নিল Air India Express, চাকরি গেল ২৫ জনের, বাতিল ৭৪টি বিমান

ভোগান্তির শেষ নেই বিমান যাত্রীদের। বিশেষ করে যারা Air India Express ফ্লাইটের টিকিট কেটেছেন তাঁদের তো দুর্ভোগ যেন থামারই নাম নিতে চাইছে না। এয়ারলাইন্সের কর্মীরা…

বড় অ্যাকশন নিল Air India Express, চাকরি গেল ২৫ জনের, বাতিল ৭৪টি বিমান

ভোগান্তির শেষ নেই বিমান যাত্রীদের। বিশেষ করে যারা Air India Express ফ্লাইটের টিকিট কেটেছেন তাঁদের তো দুর্ভোগ যেন থামারই নাম নিতে চাইছে না। এয়ারলাইন্সের কর্মীরা গণ ছুটিতে চলে যাওয়ায় ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তবে এবার দুর্ভোগ পোহানোর পালা কর্মীদের। কারণ আচমকা ছুটি নেওয়ার দরুণ বহু কর্মীর চাকরি চলে গেল।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আজও প্রায় ৭৪টি বিমান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চলছে না। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কেরলের বিমানবন্দরগুলিতে। বস্তুত, কেরলের বিমানবন্দর থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিমান সংস্থাটি। তবে এখনও আটকে রয়েছেন যাত্রীরা। এবার বড় অ্যাকশন নিল Air India Express। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রায় ২৫ জন কেবিন ক্রু সদস্যকে বরখাস্ত করেছে। যে সকল কর্মী অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন, তাঁদের চাকরি থেকে বের করে দিয়েছে সংস্থা। এছাড়া বাকি ক্রুদের বিকেল ৪টের মধ্যে কাজে ফেরার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

কেবিন ক্রু না থাকায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে।

Advertisements