ED: স্বাস্থ্যমন্ত্রী ঘনিষ্ঠ আরও দুই আত্মীয় গ্রেফতার

আরও বিপাকে আম আদমি পার্টি। এবার আর্থিক কেলেঙ্কারি মামলায় দিল্লি সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের আরও দুই ঘনিষ্ঠ আত্মীয়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতরা হল অঙ্কুশ জৈন ও বৈভব জৈন।

জানা গিয়েছে, সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তাতেও এই দু’জনের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ইডি এই দুজনকে একটি বিশেষ আদালতে হাজির করবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেবে।

   

ইডি সূত্রে খবর, সত্যেন্দ্র জৈনকে গ্রেফতারের পর থেকেই দু’জনকে লাগাতার জেরা করা হচ্ছিল। অভিযোগ, ইডি-র আধিকারিকরা যে তদন্ত চালাচ্ছেন, তাতে সহযোগিতা করছেন না ওই ব্যক্তিরা। অভিযোগ, সত্যেন্দ্র জৈনের করা অর্থ তছরুপের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। একই সঙ্গে এ ক্ষেত্রে কলকাতার শেল কোম্পানিগুলোর কাছে যে ভূমিকা এসেছে, তাতেও এই ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সেই সঙ্গে শেল কোম্পানি থেকে আসা টাকা দিয়ে দিল্লিতে কেনা সম্পত্তির ক্ষেত্রেও এই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলা হচ্ছে। ইডি সূত্রে খবর, দুই অভিযুক্তকেই দিল্লির বিশেষ আদালতে হাজির করে রিমান্ডে এনে আরও জেরা করা হবে। ইডি আত্মবিশ্বাসী যে এই জিজ্ঞাসাবাদের সময় এই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। মামলার তদন্ত চলছে।

 

 

 

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন