কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

উত্তর, পশ্চিম আগেই আয়ত্তে এসেছে। এবার টার্গেট পূর্ব আর দক্ষিণ। সপ্তম তথা লোকসভা নির্বাচনের শেষ দফার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Amit…

ahead-of-the-final-phase-amit-shah-predicts-outcomes-in-the-east-and-south-india

উত্তর, পশ্চিম আগেই আয়ত্তে এসেছে। এবার টার্গেট পূর্ব আর দক্ষিণ। সপ্তম তথা লোকসভা নির্বাচনের শেষ দফার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট করে দিলেন, এবার বিজেপির পাখির চোখ পূর্ব এবং দক্ষিণ ভারত। এই দুই অঞ্চলে বিরাট সাফল্য পেতে চলেছে গেরুয়া শিবির। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই দাবি করেন শাহ (Amit Shah)।

অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং তেলেঙ্গনায় বিজেপির ফল কেমন হবে, তা জানতে চাওয়া হলে শাহ বলেন, বাংলায় আমরা বিরাট সাফল্য পাব। ২৪ থেকে ৩০টি (৪২টির মধ্যে) জিতব। ওডিশায় আমাদের টার্গেট ১৭টি সিট (২১টির মধ্যে)। সে রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ৭৫ (১৪৭টির মধ্যে)। তেলেঙ্গনায় আমরা ১০টি আসনে জিতব (১৭টির মধ্যে)। অন্ধ্রপ্রদেশের আমাদের জোট সরকার রাজ্যের মসনদ দখল করবে এবং এনডিএ বড় সংখ্যক লোকসভা আসনে জিতবে।

   

ইতিমধ্যেই উত্তর ও পশ্চিম ভারতে বিজেপি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পাখির চোখ পূর্ব ও দক্ষিণ ভারত। এই দুই অঞ্চলের বেশিরভাগ রাজ্যেই বিরোধীশাসিত। এর মধ্যে ওডিশা এবং অন্ধ্রপ্রদেশে এবার লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও হচ্ছে।

ভোটের শেষলগ্নে মেরুকরণ তাস, মুসলিমদের নিয়ে বিরাট মন্তব্য মোদীর

ওডিশা দখলে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজু জনতা দল (বিজেডি)। আর অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির জোট।

অমিত শাহর কথায়, পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন – পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওডিশায় আমরা একক বৃহত্তম দল হিসেবে উঠে আসব। এটা নিশ্চিত। আর দক্ষিণের পাঁচ রাজ্য – কর্নাটক, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ুতে সমস্ত দলের মধ্যে আমরাই বেশি আসন পাব।

তৃণমূলে কদর জোটেনি, সেই তাপসই আজ মোদীর পাশে! কলকাতায় প্রধানমন্ত্রীর রোড-শো জমজমাট

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে – ছয় দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।