Sunday, December 7, 2025
HomeBharatLoksabha Election 2024: মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট, জানালেন, 'অবিচার হয়েছে'

Loksabha Election 2024: মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট, জানালেন, ‘অবিচার হয়েছে’

- Advertisement -

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ঘটনা ঘটে গেল। কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আরএলজেপি সভাপতি পশুপতি কুমার পরস (Pashupati Kumar Paras)।

আজ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে পশুপতি কুমার পরস বলেন, “গতকাল এনডিএ জোট বিহার লোকসভার ৪০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। আমাদের দলে পাঁচজন এমপি ছিলেন এবং আমি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছি। আমাদের ও দলের প্রতি অবিচার করা হয়েছে। তাই আমি কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি।”  

   

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular