লোকসভা ভোটের (Loksabha Election 2024) মুখে বড় চমক দিল কংগ্রেস-জেডিএস তথা ইন্ডিয়া জোট। লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছালো বিহারের বিরোধী জোট। বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেছেন যে আসন ভাগাভাগি নিয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
ইতিমধ্যে একটি তালিকা প্রকাশ্যে এসেছে যা দেখে চমকে গিয়েছেন সকলে। আরজেডি, কংগ্রেস ও বাম নেতারা যৌথ সাংবাদিক বৈঠক করে আসন ভাগাভাগির কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া ও হাজিপুর-সহ মোট ২৬টি আসনে প্রার্থী দেবে আরজেডি। অন্যদিকে কিষাণগঞ্জ, পাটনা সাহিব-সহ ৯টি আসনে কংগ্রেসের প্রার্থী লড়বে। এছাড়া বামেরা লড়বে ৫টি আসনে।
#WATCH | Lok Sabha elections 2024 | RJD, Congress and Left leaders hold a joint press conference and announce seat allocation
RJD to field its candidates on 26 seats, including on Purnea and Hajipur.
Congress on 9 seats, including Kishanganj and Patna Sahib
Left on 5 seats… pic.twitter.com/ThgLLjERA0
— ANI (@ANI) March 29, 2024