লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই বড় বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন ভোটের জন্য কার্যত দলের কিছুটা হলেও স্ট্র্যাটেজি ফাঁস করলেন মোদী। সাত দফায় লোকসভা নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করার পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বিজেপি ও এনডিএ এর জন্য পুরোপুরি প্রস্তুত।’
এক্স-এ একের পর এক পোস্টে মোদী বলেন, “দেশের মানুষ দেখেছেন যে সরকার কেমন ফল দেয়। তাই ফের কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ শুরু হওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ।” তিনি বলেন, ‘বিজেপির সুরে সুর সঙ্গে মিলিয়ে এখন লোকেরাও বলছে – আবকি বার ৪০০ পার।” সেইসঙ্গে ভোটব্যাঙ্কের রাজনীতি করার জন্য বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে বিজেপি যে কাজ করেছে, সে সম্পর্কে মানুষ ওয়াকিবহাল বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
তিনি জানান, ‘মানুষ একটি রোডম্যাপ তৈরির জন্য সম্মিলিত সংকল্প নিয়েছে। এই রোডম্যাপ আগামী হাজার বছরের জন্য দেশকে অগ্রগতির পথ দেখাবে এবং ভারতের সার্বিক উন্নয়নের দিকে পরিচালিত করবে। এর মাধ্যমে ভারত গ্লোবাল লিডার হয়ে উঠতে পারবে।” প্রধানমন্ত্রী বলেন, এনডিএ এবারের নির্বাচনে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে ভোট চাইবে। তিনি আরও বলেন, “দশ বছর আগে, ভারতের জনগণ ইন্ডি জোটের দুর্বল শাসনের কারণে বিশ্বাসঘাতকতা ও হতাশ বোধ করেছিল। কেলেঙ্কারি ও নীতি পঙ্গুত্ব থেকে কোনো খাতই রেহাই পায়নি।”