বাংলা নববর্ষে আজ রবিবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি (BJP)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সংকল্পপত্র প্রকাশ করল বিজেপি। আজ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘১০ বছরে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়েছে। মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ।’
এদিন নাড্ডা আরও বলেন, “মোদী সরকার গরিবের সরকার, উন্নয়নের সরকার। দেশের সব গ্রামে পাকা রাস্তা তৈরি হয়েছে। অলীক স্বপ্ন নয়, পূরণ হবে এমন প্রতিশ্রুতি থাকবে ইস্তেহারে। ৬০ হাজার নতুন গ্রামকে পাকা রাস্তার সঙ্গে যুক্ত করার কাজ করা হয়েছে। আমরা কখনও কল্পনাও করিনি যে গ্রামের ক্ষমতায়ন হবে, বা অপটিক্যাল ফাইবার গ্রামে পৌঁছে যাবে। কিন্তু আজ আমি খুশি যে আপনার নেতৃত্বে ১.২ লক্ষ পঞ্চায়েতকে অপ্টিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং সেগুলিকে ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। ভারতের ২৫ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, ভারতে চরম দারিদ্র্য এখন ১ শতাংশেরও নিচে নেমে এসেছে।”
#WATCH | BJP ‘Sankalp Patra’/ manifesto release: BJP national president JP Nadda says, “Work has been done to connect 60, 000 new villages with pucca roads and all-weather roads have been built. We had never imagined that villages would be empowered, or optical fibre would reach… pic.twitter.com/NHkM7T2AqV
— ANI (@ANI) April 14, 2024