ভোট না দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা যাবে টাকা? জেনে নিন সত্যিটা

ভোট না দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। আজ শুক্রবার ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। এদিন মণিপুর-সহ ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। এদিকে সোশাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে লোকসভা নির্বাচনে ভোট না দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।

Advertisements

আর এহেন দাবি ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে শোরগোল পরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে আপনি যদি লোকসভা নির্বাচনে ভোট না দেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কেটে নেওয়া হবে। পোস্টে আরও দাবি করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলে মোবাইল রিচার্জের সময় টাকা কেটে নেওয়া হবে। সেই সঙ্গে সংবাদপত্রের একটি কাটিংও ভাইরাল হচ্ছে।

   

ফেসবুক থেকে এক্স ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া এই কাটিংয়ে দাবি করা হচ্ছে, ‘এবার লোকসভা ভোটে যাঁরা ভোট দেবেন না, তাঁদের জন্য নতুন নির্দেশ জারি করেছে কমিশন। যাঁরা ভোট দেবেন না, তাঁদের অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা দিতে হবে। কমিশন সব ব্যাঙ্ককে এই নির্দেশ মেনে চলতে বলেছে।’ তবে আদৌ কি এটা সত্যি? এই বিষয়ে পিআইবি সাফ সাফ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। প্রতি নির্বাচনের আগে এটি ভাইরাল হয় বলে অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

Advertisements

এই প্রথম নয়, এর আগেও কাগজ কাটার ঘটনা ভাইরাল হয়েছে। দেশের প্রতিটি বড় নির্বাচনের আগে এই কাটছাঁট ভাইরাল হয়ে যায় এবং মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানাতে শুরু করে।