স্বাধীনতা দিবস (Independence Day 2024) উপলক্ষে গোটা দেশকে নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা এক কথায় চোখে পড়ার মতো। এদিকে ১৫ আগস্টের আগে দিল্লি পুলিশ এমন এক কাজ করল যা দেখে সকলেই চমকে উঠেছে। মনে করা হচ্ছে, এই বিশেষ দিন উপলক্ষে দেশে জঙ্গি হামলা হতে পারে। ২০২৪-র স্বাধীনতা দিবসের আগে ওয়ান্টেড জঙ্গিদের পোস্টার লাগালো দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিল্লির খান মার্কেট এলাকায় কিছু জঙ্গিদের পোস্টার লাগালেন পুলিশ কর্মীরা। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তথা সমগ্র দেশে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেছেন দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর কোমল।
তিনি আজ বলেছেন, “আমরা আসন্ন স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে জঙ্গিদের পোস্টার লাগাচ্ছি।” স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশ প্যারা-গ্লাইডার, প্যারামোটর, হ্যাং-গ্লাইডার, ড্রোন এবং মাইক্রোলাইট বিমানের মতো জিনিস ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর।
জানা যাচ্ছে, দিল্লির পুলিশ কমিশনারের জারি করা এই নির্দেশ আগামী ১৬ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে কি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে রাজধানীতে বড় কোনো হামলার আশঙ্কা করছে পুলিশ? প্রশ্ন থেকেই যাচ্ছে।
#WATCH | Delhi Police put up posters of wanted terrorists ahead of #IndependenceDay2024
(Visuals from Khan Market) pic.twitter.com/6IF4BCz7JD
— ANI (@ANI) August 8, 2024
#WATCH | Delhi: Sub-inspector Komal says, “We are putting up terrorist posters in view of the upcoming #IndependenceDay2024 to raise awareness among citizens…” https://t.co/eMPMDondNM pic.twitter.com/QCvnttHSwM
— ANI (@ANI) August 8, 2024