লাইন থেকে ছিটকে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস

Lokmanya Tilak Express: আগরতলা থেকে যাওয়ার পথে লামডিং ডিভিশনের ডিবলং স্টেশনে লাইনচ্যূত হয় লোকমান্য তিলক এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস। উত্তর সীমান্ত…

Agartala-Lokmanya Tilak Terminus Express derails

Lokmanya Tilak Express: আগরতলা থেকে যাওয়ার পথে লামডিং ডিভিশনের ডিবলং স্টেশনে লাইনচ্যূত হয় লোকমান্য তিলক এক্সপ্রেস।

লাইন থেকে ছিটকে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস। উত্তর সীমান্ত রেল সূত্রে খবর, ট্রেনটির পাওয়ার কার, ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে শুরু উদ্ধার।

   

12520 আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস বৃহস্পতিবার সকালে (17 অক্টোবর) ত্রিপুরা থেকে অসমের লামডিং প্রবেশ করে। লামডিং বরদরপুর হিল সেকশনের লুমডিং বিভাগের অধীনে দিবালং স্টেশনে প্রায় বেলা 3:55 নাগাদ লাইনচ্যুত হয় বলে উত্তর সীমান্ত রেল সূত্রে খবর।

উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ তদারকি করার জন্য ত্রাণ মেডিকেল ট্রেন লামডিং থেকে পাঠানো হয়। রেল কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পক লামডিং-বদরপুর লাইনের পাহাড়ী বিভাগে ট্রেন চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে।

এনএফ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা প্রেস বিবৃতিতে লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সৌভাগ্যক্রমে, কোনও বড় আঘাতের ঘটনা ঘটেনি, এবং আমাদের দলগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাগুলি পুনরুদ্ধার করার জন্য নিষ্ঠার সাথে কাজ করছে,”

উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের অন্যত্র ট্রেন যোগাযোগের ক্ষেত্রে এই আগরতলা-লোকমান্য তিলক টার্মিনার্স এসি এক্সপ্রেস বিশেষ পরিচিত। ট্রেনটির যাত্রাপথে পড়ে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্র।