দিল্লিতে শ্যুট আউট, চলল ১২ রাউন্ড গুলি

ফের শ্যুটআউটের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। চলল দশ রাউন্ড গুলি। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির সুভাষ নগরে একটি ব্যস্ত রাস্তায় তিনজন শ্যুটার তাদের গাড়ি ঘিরে ফেলে এবং কমপক্ষে ১০ রাউন্ড গুলি চালালে দুই ভাই আহত হন।

Advertisements

ইতিমধ্যে গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে বন্দী হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, গাড়িটিকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে আর পথচারীরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িটি অনেক্ষন ধরেই লক্ষ্য করছিল দুষ্কৃতীরা। এরপরেই এই ঘটনা।

আহতরা হলেন অজয় চৌধুরী তিনি কেশপুর মান্ডির প্রাক্তন চেয়ারম্যান এবং তাঁর ভাই জাসা চৌধুরী। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে শ্যুটারদের চিহ্নিত করার চেষ্টা করছে।

Advertisements

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অজয় চৌধুরী তাঁর পরিবারের সঙ্গে তিহার গ্রামে থাকেন। গতকাল সন্ধ্যায়, তিনি এবং তার ভাই এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাচ্ছিলেন। এরপর ব্যস্ত সময়ে সুভাষ নগর মোড়ে পৌঁছালে তিনজন বন্দুকধারী গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এহেন ঘটনার জেরে এলাকায় একাধিক গাড়ি আটকে পড়ে। যদিও অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার পর বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।