নয়াদিল্লি: ‘ভোট চোর’-এর ‘পেপার চোর’ বলে BJP-র বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার উত্তরাখন্ডের সরকারি চাকরির পরীক্ষায় কারচুপি ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক্সে (X) ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস (Congress) নেতা “দেশের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস করে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি। উত্তরাখন্ডের UKSSSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তারই উদাহরণ”, বললেন তিনি।
https://x.com/RahulGandhi/status/1971491807084359956
বিজেপির চুরির জন্য লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তোপ দাগেন রাহুল। সেইসমগে একাধিকবার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং সঠিক ভাবে সরকারি পরীক্ষা করানোর দাবি জানানো সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যে এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা। যুব সম্প্রদায় রাস্তায় নেমে “পেপার চোর, গদি ছোড়” (পেপার চোর, গদি ছাড়ুন) বলে স্লোগান দিচ্ছে বলে দাবি করেন সাংসদ।
উত্তরাখন্ডের UKSSSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আন্দোলন
প্রসঙ্গত, রবিবার প্রশাসনের আশ্বাসের পরেও পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই UKSSSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে আন্দোলনে নামেন উত্তরাখন্ডের যুব সমাজ। উত্তরাখন্ড বেরোজগার সংঘ এবং স্বভিমান মোর্চার ডাকে ববি পানওয়ার এবং ত্রিভুবন চৌহানের নেতৃত্ব দিনভর রাজধানী দেহরাদুনে বিক্ষোভ অবস্থান করেন পরীক্ষার্থীরা।
তার আগের দিনই ৬ জন পরীক্ষার্থীকে ১২-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পঙ্কজ গৌর এবং হাকাম সিং নামক দুই ব্যক্তি। অভিযোগ সামনে আসতেই শনিবার তাঁদের দুজনকে গ্রেফতার করে দেহরাদুনের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং দেহরাদুন পুলিশ।
ঘটনার পর প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নিরাপত্তা এবং কারচুপি-বিহীন পরীক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল দেহরাদুন প্রশাসন। তা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে আন্দোলনে নামে হাজারও পরীক্ষার্থী। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রশাসন।
দেশের বেকারত্ব নিয়ে রাহুলের তোপ
প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও নরেন্দ্র মোদী (Narendra Modi)তাতে আমল দেননি। এদিকে, দেশজুড়ে বেকারত্ব বেড়েই চলেছে। এই নিয়ে রাহুল কটাক্ষ করেন, “পেপার চোরেরা জানে, যুব সম্প্রদায় চাকরি না পেলেও “ওরা” ভোট চুরি করে ঠিক ক্ষমতায় টিকে থাকবে। তাই এই লড়াই শুধু যুব সম্প্রদায়ের নয়, বরং ন্যায় এবং গণতন্ত্র রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমি প্রত্যেক ছাত্র-যুবর পাশে আছি”।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
