NEET UG 2024 Results: সুপ্রিম কোর্টের রায়ের পরেই বিরাট ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান!

আগামী দুদিনের মধ্যেই ঘোষণা করা হবে নিট এর স্নাতক প্রবেশিকা পরীক্ষার (NEET UG) ফলাফল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়দানের পরেই এই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

আগামী দুদিনের মধ্যেই ঘোষণা করা হবে নিট এর স্নাতক প্রবেশিকা পরীক্ষার (NEET UG) ফলাফল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়দানের পরেই এই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার তাদের রায়ে দ্বিতীয়বার নিট পরীক্ষা নেওয়ার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

এদিন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)বলেছেন যে আগামী দুদিনের মধ্যেই প্রকাশ করা হবে নিট উজি (NEET UG) পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা (Merit List)। তিনি অভিযোগ করেন যে বিরোধীরা নিট ইস্যুতে কৌশল করে বিশৃঙ্খলা ও নাগরিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, “সত্যের জয় হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের রায়কে (Supreme Court Verdict) স্বাগত জানাই।আমরা শুরু থেকেই বলে আসছি আমরা শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েছি । তাদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটার লক্ষ্য রেখেছি । সুপ্রিম কোর্টের রায়ও এই কথাকে প্রমাণিত করেছে।

   

মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেছেন যে তাঁরা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেবেন। তিনি জানিয়েছেন যে প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন । এর ফলে শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ করতে এবং সব ত্রুটি সংশোধোন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যোগ করেছেন যে এনটিএকে পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার । যাতে সেই কমিটি সঠিকভাবে কাজ করে তার জন্য মডেলের পরামর্শ দিয়েছেন তাঁরা । এই কমিটি সবার পরামর্শকে মূল্য দিচ্ছে । এর ফলে এনটিএকে ত্রুটি মুক্ত কড়া যাবে বলে আশাবাদী তিনি।

লড়াই করেও সংসদ থেকে খালি হাতেই ফিরলেন সায়নী

বিরোধীদের কটাক্ষ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “নিট কেস যখন প্রকাশ্যে এসেছিল, তখন বিরোধী নেতা একটি বিবৃতি দিয়েছিলেন। যে ভাষায় দেশকে সম্বোধন করেছিলেন রাহুল, তার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। দেশে নির্বাচন প্রক্রিয়ায় ধারাবাহিক পরাজয়ের পর নৈরাজ্যবাদ তাদের কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। দায়িত্বজ্ঞানহীন কাজে জড়িত বিরোধী দলের সদস্যদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে তাদের যে মিথ্যা যুক্তি উপস্থাপন করা হয়েছে তার জন্য দেশ বিরোধীদের ক্ষমা করবে না। “

এরপর ধর্মেন্দ্র প্রধান বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের কিছু পরামর্শ দিয়েছে। নিটের ফলাফল এক থেকে দুই দিনের মধ্যে আসবে। এক থেকে দুই দিন পর কাউন্সেলিং শুরু হবে।”