Partha Chatterjee: ভুবনেশ্বর পৌঁছাতেই বিক্ষোভের মুখে পার্থ

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে শনিবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও ইডির অভিযোগ, অসুস্থতার নাটক করছেন পার্থ। তিনি জানেন কীভাবে চিকিৎসকদের ম্যানেজ করতে হয়। এদিকে সোমবার কাক ভোরেই পার্থকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হন। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

Advertisements

তবে ভুবনেশ্বর এইমসে আসতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিত্সার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। 

   

এদিকে স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিন ভুবনেশ্বর এইমসে রোগীদের ভিড় উপচে পড়েছে । এমনকি পশ্চিমবঙ্গ থেকে অনেকেই এসেছেন চিকিত্সার জন্য। পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে তাঁরা ভিড় জমিয়েছেন হাসপাতালে।

জানা গিয়েছে, এদিন বিমানে পার্থর যাত্রাসঙ্গী হিসেবে ছিলেন  ইডি-র অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এছাড়া এয়ার অ্যাম্বুল্যান্সে ছিলেন ২ জন পাইলট ও ২ জন ক্রু।  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements