Nitish Kumar: মমতার পর নীতীশও ‘INDIA’ বৈঠকে অনিশ্চিত

When Strength Becomes a Strain: NDA’s Seat-Sharing Challenge in Bihar
When Strength Becomes a Strain: NDA’s Seat-Sharing Challenge in Bihar

ইন্ডি বৈঠকে এবার অনিশ্চিত জোটের অন্যতম মুখ ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন তিনি জোটের বৈঠক ব্যাপারে কিছু জানেন না। সূত্রের খবর, ৬ তারিখের বৈঠকে দিল্লি যাচ্ছেন না নীতীশ কুমার। আরও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি জোটের বৈঠকের বিষয়ে কিছু জানেন না।‌ চার রাজ্যের ফলপ্রকাশের দিনে ইন্ডিয়া বৈঠকের দিন জানিয়েছে কংগ্রেস।

Advertisements

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এখনওপর্যন্ত ইন্ডি জোটের তরফ থেকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি তৃণমূলের কাছে। আগামী ৬ ডিসেম্বর বৈঠক। হাতে মাত্র একদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি এখনওপর্যন্ত কোনও আমন্ত্রণপত্র পাননি। ফলে ইন্ডিয়া জোটের ওই বৈঠকে তৃণমূল যোগ দেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছে।

   

এদিকে, তিন রাজ্যে কংগ্রেসের পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ওই পরাজয় কংগ্রেসের। মানুষের নয়। বরং বিজেপির জয় ভোট কাটাকাটির জয়। আমার বিশ্বাস ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। আসন সমঝোতা হলে ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। ভোট কাটাকাটির ফলে ১২ শতাংশ ভোট নষ্ট হয়েছে। ভোট পাওয়ার ফারাক মাত্র ৩ শতাংশের। বিজেপি যেখানে পেয়েছে ৪২ শতাংশ ভোট সেখানে বিরোধীরা পেয়েছে ৩৯ শতাংশ ভোট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements