রাহুলের কথা শুনে মাথায় হাত নির্মলার, ভাইরাল ভিডিও

আজ সোমবার সংসদে এমন এক ঘটনা ঘটে গেল যা শুনে রীতিমতো মাথায় হাত পড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। আর তাঁর এহেন প্রতিক্রিয়ার জন্য…

আজ সোমবার সংসদে এমন এক ঘটনা ঘটে গেল যা শুনে রীতিমতো মাথায় হাত পড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। আর তাঁর এহেন প্রতিক্রিয়ার জন্য দায়ী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী! হ্যাঁ ঠিকই শুনেছেন।

তাহলে ব্যাপারটা খুলেই বলা যাক। আসলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ সোমবার ২৯ জুলাই বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। রাহুল বলেন, ‘কেন্দ্রীয় সরকার, সে যুবক হোক বা কৃষক, সবাইকে চক্রব্যূহর ফাঁদে ফেলার কাজ করছে।’ এদিন জাতিগত জনগণনার প্রসঙ্গও তুলেছেন রাহুল। রাহুল জাতপাতের জনগণনা নিয়ে কথা বলার সময় এমন একটি উদাহরণ দেন যা শোনার পর মাথায় হাত রাখতে বাধ্য হন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর নির্মলার এহেন কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

   

আসলে বাজেটের হালুয়া অনুষ্ঠানের ছবি দেখিয়েছিলেন রাহুল। এই ছবিতে কোনও পিছিয়ে পড়া, দলিত বা আদিবাসী অফিসারকে দেখা যাচ্ছে না বলে জানান রাহুল। আর এ কথা শুনেই নির্মলা হেসে ফেলেন, আর তখন রাহুল বলেন, ‘দেশের হালুয়া ভাগ হয়ে যাচ্ছে আর অর্থমন্ত্রী হাসছেন।’ রাহুল আরও জানান, ‘২০ জন অফিসার হালুয়া তৈরি করে তাদের ২০ জনের মধ্যে বিতরণ করেছেন। কারা বাজেট বানাচ্ছে, একই দুই-তিন শতাংশ মানুষ। আমরা জাতিগত জনগণনা এনে এই বৈষম্যের অবসান ঘটাব।’ এ কথা শুনে সংসদে বসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজের মাথা চেপে ধরেন। সীতারামনের এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।