নির্বাচনে হার, ২০০ জন প্রাক্তন সাংসদকে বাংলো খালি করার নির্দেশ

এ যেন গোদের ওপর বিষফোঁড়া। নির্বাচনে জিততে তো পারেননি, উল্টে এবার বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হল শয়ে শয়ে সাংসদকে। জানা গিয়েছে, লুটিয়েনস জোনসের বাংলো খালি…

এ যেন গোদের ওপর বিষফোঁড়া। নির্বাচনে জিততে তো পারেননি, উল্টে এবার বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হল শয়ে শয়ে সাংসদকে। জানা গিয়েছে, লুটিয়েনস জোনসের বাংলো খালি করার জন্য ২০০ জনেরও বেশি প্রাক্তন লোকসভা সাংসদকে নোটিশ দেওয়া হয়েছে।

এঁরা হলেন সেই সব নেতা যাঁরা নির্বাচনে হেরে গিয়েছেন বা যাঁদের সাংসদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু নিয়ম মেনে এক মাসের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সেই বাংলোগুলি দখল করে রয়েছেন বলে অভিযোগ। সূত্রের খবর, লোকসভা হাউসিং কমিটি এই ধরনের প্রাক্তন সাংসদদের যত তাড়াতাড়ি সম্ভব বাংলো সমর্পণ করতে বলেছে, যাতে নতুন সাংসদদের বাংলো বরাদ্দ করা যায়। গত লোকসভা ভেঙে দেওয়ার এক মাসের মধ্যে প্রাক্তন সাংসদদের সরকারি বাংলো খালি করতে হবে, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও প্রাক্তন সাংসদরা বাংলো খালি করছেন না।

   

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক সরকারি আধিকারিক বলেন, “প্রাক্তন সাংসদরা বাংলো খালি করতে না পারলে তাঁদের বিরুদ্ধে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করা হবে এবং তাঁদের ঠিকানায় দল পাঠানো হবে।” লোকসভার হাউস কমিটি সাংসদদের বাড়ি বরাদ্দ করে, অন্যদিকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে এস্টেটস ডিরেক্টরেট মন্ত্রীদের বাংলো বরাদ্দ করে।

সূত্রের খবর, মোদী সরকারের শপথ নেওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও নতুন মন্ত্রীদের জন্য কোনও বাংলো বরাদ্দ করা হয়নি।