ব্রাজিলীয় মডেলের পর ‘ভোট চুরি’ বিতর্কে ভাইরাল ভারতীয় মহিলা!

নয়াদিল্লি: সাত সমুদ্র পেরিয়ে তাঁর নাম যে ভারতে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তা ঘুণাক্ষরেও জানতেন না লারিসা নেরি বলে পরিচয় দেওয়া এক বিদেশিনী। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’-র (Vote Chori) অভিযোগে ওই নারীকে ‘ব্রাজিলীয় মডেল ম্যাথিউস ফেরেরো’ বলে দাবী করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

লোকসভার বিরোধী দলনেতার এই দাবীতে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। রাহুলের দাবীর প্রেক্ষিতে “ওরা আমাকে ভারতীয় হিসেবে চিত্রিত করছে মানুষকে ঠকানোর জন্য। কী পাগলামি! কী পাগলামি? আমরা কোন জগতে বাস করছি?” বলে উল্লেখ করেন বিদেশিনী। এই ভোট চুরি (Vote Chori)বিতর্কে ভাইরাল হল এক ভারতীয় মহিলার ছবি।

   

এক্স অ্যাকাউন্টে উর্মি হিসেবে চিহ্নিত, ওই মহিলা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় পুণেতে আবার এবছর বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ভোট দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর এক্স আক্যাউন্টে ভোটদানের পর আঙুলে কালী লাগানো দুটি ছবি ভাইরাল হয়েছে।

২০২৪-এর ১৩ মে মাসে পোস্ট করা হয়েছে, “পুনে, যাও ভোট দাও! উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি, স্বচ্ছ শাসনের পক্ষে ভোট দিয়েছি, মোদী-প্রণোদিত ভারতের পক্ষে ভোট দিয়েছি!” আবার ২০২৫-এর ৬ নভেম্বরের পোস্টে উল্লেখ করা হয়েছে, “মোদী-প্রণোদিত ভারতের জন্য ভোট দিয়েছি! বিহার ভোট দিন!”

ভোট জালিয়াতি না কি নিছকই কৌতুক?

অনেক নেটিজেনের মতেই, বিদ্যমান ‘ভোট চুরি’ আবহে এটি নিছকই কৌতুক। তবে পোস্টটিকে অস্ত্র করে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লোন্ধে পাতিল দুটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন: “আমি লোকসভায় মহারাষ্ট্রে ভোট দেব। আমি বিহারে বিধানসভায় ভোট দেব। আমি মোদীর জন্য ভোট চুরি (Vote Chori) করব।”

যদিও, ৬ নভেম্বরের পোস্টটিকে নিয়ে সাফাই দিয়েছেন ওই মহিলা। তিনি বলেন, “আমি একবারও বলিনি যে বিহারে আমি ভোট দিয়েছি। বিহারের মানুষকে ভোটদানে অনুপ্রাণিত করার জন্য ওই পোস্ট দেওয়া হয়েছিল। সবাই জানে আমি মহারাষ্ট্রেই ছিলাম। তাই শান্ত হন”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন