তালিবান মন্ত্রীর প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের ‘না’, বিতর্কের মুখে সাফাই কেন্দ্রের

Afghan FM Female Journalists Exclusion

নয়াদিল্লি: দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। শুক্রবারের অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যা ভারতবর্ষের মাটিতে তালিবানের লিঙ্গবৈষম্যপূর্ণ মনোভাব প্রকাশের অভিযোগ উস্কে দেয়।

Advertisements

শনিবার, সরকারি সূত্রে জানানো হয়েছে, “এতে সরকারের কোনও ভূমিকা ছিল না। আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ভারতবর্ষের সরকার বা বিদেশমন্ত্রী কোনোভাবে জড়িত ছিলেন না।”

   

এক্সে মোদীকে তোপ প্রিয়াঙ্কার

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী X-হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লিখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, অনুগ্রহ করে স্পষ্ট করুন কেন তালিবান সরকারের বিদেশমন্ত্রীর প্রেস কনফারেন্সে ভারতের সবচেয়ে দক্ষ নারীদের উপস্থিতি নিশ্চিত করা হল না। যদি ভারতের নারীদের অধিকারকে কেবল নির্বাচনী রাজনীতির পোস্টিং মনে করা না হয়, তাহলে দেশের মাটিতে এই অবমাননা কীভাবে সম্ভব হল?”

বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরমও তোপ দেগে বলেন, “আমি হতবাক যে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের স্থান নেই। আমার ব্যক্তিগত মত, তখন পুরুষ সাংবাদিকদের উচিত ছিল অনুষ্ঠান ত্যাগ করা।”

Advertisements

সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া Afghan FM Female Journalists Exclusion

ঘটনায় সাংবাদিক সমাজ ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই এটিকে সরাসরি নারীবিদ্বেষ এবং ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের অবমাননা হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, তালিবান সরকার দীর্ঘদিন ধরেই আফগান নারীদের শিক্ষা, চাকরি ও সামাজিক জীবনের সমস্ত ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে। ভারতবর্ষের মাটিতে এমন আচরণ নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

উল্লেখযোগ্য, প্রেস কনফারেন্সটি আফগান বিদেশমন্ত্রী ও ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে বৈঠকের পর অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য, মানবিক সহায়তা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।