Adhir Ranjan Chowdhury: লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী

‘অসংসদীয় আচরণের’ (unruly conduct) জন্য লোকসভা (Lok Sabha) থেকে সাসপেন্ড করা হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)। জানা গিয়েছে প্রিভিলেজ কমিটির…

‘অসংসদীয় আচরণের’ (unruly conduct) জন্য লোকসভা (Lok Sabha) থেকে সাসপেন্ড করা হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)। জানা গিয়েছে প্রিভিলেজ কমিটির রিপোর্ট আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন অধীর রঞ্জন চৌধুরী। মূলত লোকসভায় ক্রমাগত বিশৃঙ্খলা তৈরির অভিযোগেই অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার মণিপুরকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No-confidence motion) আনে বিরোধী জোট৷ 

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর অভিযোগ করেন যে নিয়মিত বিভিন্ন ইস্যুতে হাউসে ডিস্টার্ব করেন অধীর চৌধুরী। তিনি আরও অভিযোগ করেন যে অধীর চৌধুরী এমন কিছু কথা বলেন যার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু তার জন্য কখনও ক্ষমা পর্যন্ত চান না। এরপর প্রহ্লাদ যোশী স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন।

প্রহ্লাদ যোশী স্পিকারকে জানান, অধীর চৌধুরীর এই ধরনের স্বভাবসিদ্ধ অসংসদীয় কাজের বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হোক। কমিটি যতদিন না তদন্ত করে রিপোর্ট দিচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকুন অধীর চৌধুরী। শেষে সংসদ বিষয়ক মন্ত্রীর প্রস্তাব মেনে নেন স্পিকার। সাসপেন্ড করা হয় অধীর চৌধুরীকে।

আজ মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অধীর বলেন, “অনাস্থা প্রস্তাবের ক্ষমতা দেখুন৷ আমাদের প্রধানমন্ত্রীকে আমরা টেনে এখানে এনে বসালাম৷ এটাই সংসদীয় পরম্পরার শক্তি৷ আমরা কেউ অনাস্থা প্রস্তাবের কথা ভাবিনি৷ কিন্তু আমাদের দাবি ছিল, প্রধানমন্ত্রী সংসদে আসুন, মণিপুর ইস্যু আমরা কিছু বলার আগে নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখুন৷ এই দাবি আমরা কোনও বিজেপি নেতার কাছে রাখিনি, দেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছিলাম৷ সেই দাবি ন্যায্যও ছিল৷ কারণ আমরাও এই সংসদের সদস্য৷ কিন্তু জানি না প্রধানমন্ত্রী সংসদে না আসার জন্য এত জেদ ধরে ছিলেন কেন!”

প্রধানমন্ত্রীকে আরও আক্রমণ করে অধীর বলেন, “যখন ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, তখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল৷ আজও রাজা অন্ধ হয়ে বসে আছেন, মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনও ফারাক নেই৷ আমরা তো জানতাম নিরব মোদী দেশ ছেড়ে পালিয়েছেন৷ কিন্তু মণিপুর কাণ্ডের পর দেখলাম ‘নীরব’ মোদী তো দেশেই বসে আছেন৷”

আজ (বৃহস্পতিবার) লোকসভায় অনাস্থা প্রস্তাবের (no-confidence motion) ওপর শেষ দফা আলোচনা ছিল। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেওয়ার আগেই বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের জন্য বিতর্কের সৃষ্টি করে। এরপরই শোরগোল পড়ে যায় শাসক দলের সাংসদদের মধ্যে। অধীর রঞ্জন চৌধুরী বলেন, যেখানে রাজা অন্ধ সেখানে দ্রৌপদীকে ছিন্নভিন্ন করা হয়…। রাজা তখনও অন্ধ হয়ে বসে আছেন। তবে অধীর রঞ্জন চৌধুরী কারও নাম বলেননি। মণিপুর সহিংসতা নিয়ে সরকারকে ঘেরাও করতে গিয়ে তিনি এই বক্তব্য রাখেন।