রাস্তা থেকে ছিটকে খাদে পড়ল বাস, অনেকের হতাহতের আশঙ্কা

ফের শিরোনামে জম্মু ও কাশ্মীর। আবারও বড়সড় বাস দুর্ঘটনা (Accident) ঘটে গেল কাশ্মীর ঘাঁটিতে। জানা গিয়েছে, চৌকি চৌরা ও ভামবলার মাঝামাঝি আখনুরের কাছে একটি বাস…

ফের শিরোনামে জম্মু ও কাশ্মীর। আবারও বড়সড় বাস দুর্ঘটনা (Accident) ঘটে গেল কাশ্মীর ঘাঁটিতে। জানা গিয়েছে, চৌকি চৌরা ও ভামবলার মাঝামাঝি আখনুরের কাছে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধারকাজ চলছে। বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়েছে।

Advertisements

এদিন জম্মুর আখনুরের তান্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্থা থেকে ছিটকে খাদে পড়ে গিয়েছে। বাসটি একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনায় এখনও অবধি আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল গতিতে ভাইরাল হয়েছে, যা দেখে সকলেই আঁতকে উঠেছেন।