Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই গাড়ি, অনেকের মৃত্যু, আহত ২৬

ফের একবার বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। বিহারের রোহতাস এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। একই সঙ্গে ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা…

ফের একবার বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। বিহারের রোহতাস এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। একই সঙ্গে ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চেনারি থানার অন্তর্গত গাইঘাটের কাছে।

জানা গিয়েছে, বুধবার সকালে পিকআপ ভ্যানে চড়ে ৩০ জন তীর্থযাত্রায় গুপ্তধাম যাচ্ছিলেন। অতিরিক্ত লোডের কারণে পিকআপটি গাইঘাটের কাছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং উল্টে ১৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। একই সঙ্গে ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বন বিভাগের রেঞ্জার অভয় কুমার জানিয়েছেন, ভোজপুর জেলার শাহপুর থানা এলাকার বিশ্বপুরা গ্রামের ৩০ জনের পুণ্যার্থীদের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় গুপ্ত ধামে পৌঁছায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের থামানো হয়। বুধবার সকাল ৬টার পর তাঁকে গুপ্তধাম দর্শনে পাঠানো হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি প্রায় ১৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে চারজনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News