Accident: কাকভোরে রাজ্যে ভয়ানক দুর্ঘটনা, মৃত শিশু সহ ১৩

মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। রীতিমতো মৃত্যু মিছিল যাকে বলে তেমনই ঘটনা ঘটে গেল রাজ্যে। জানা গিয়েছে, কর্ণাটকের হাভেরিতে ভয়ানক দুর্ঘটনায় প্রাণ গেল ৩…

মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। রীতিমতো মৃত্যু মিছিল যাকে বলে তেমনই ঘটনা ঘটে গেল রাজ্যে। জানা গিয়েছে, কর্ণাটকের হাভেরিতে ভয়ানক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শিশু সহ ১৩ জনের। হ্যাঁ ঠিকই শুনেছেন।

ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন হাভেরির পুলিশ সুপার অংশু কুমার শ্রীবাস্তব। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, একটি টেম্পো ট্রাভেলারকে দাঁড় করিয়ে রাখা লরির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হল তিন শিশু-সহ ১৩ জনের।  আহত হয়েছেন বহু মানুষ। 

   

পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ জন ব্যক্তি আইসিইউতে রয়েছেন। জানা গিয়েছে, আজ শুক্রবার ভোর ৪টের দিকে এ দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রীরা সাভাদত্তি এবং চিঞ্চালি মাইয়াম্মার মন্দির থেকে ফিরছিলেন। তারা শিবমোগা জেলার ভদ্রাবতী তালুকের বাসিন্দা ছিলেন। ৯ জন মহিলা, ২ জন ছোট বোন, ২ জন পুরুষ, ১ জন ড্রাইভার মারা গেছেন। মৃতদেহগুলি হাভেরি জেলা হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়েছে। এসপি অংশু কুমার মর্গ পরিদর্শন করেন। হাভেরির এসপি মৃতের বিষয়ে তথ্য দিয়েছেন।

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News