প্রধানমন্ত্রীকে জন্মদিনে অভিনন্দন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । রবিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে…

Abhishek Banerjee Extends Birthday Greetings to Prime Minister Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । রবিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে সোশ‌্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

Advertisements

অভিষেকের এই পোস্টে লেখা হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।” প্রসঙ্গত, নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে গুজরাটের ভদোদরার নিকটবর্তী ভদনগরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী পদে রয়েছেন। পাশাপাশি এই দিনে বিজেপি-র পক্ষ থেকে নানা সামাজিক উদ্যোগ নেওয়া হয়—যেমন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ইত্যাদি।

বিজ্ঞাপন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা বার্তা একদিকে যেমন রাজনৈতিক সৌজন্যের নিদর্শন, তেমনই দেশের রাজনৈতিক পরিসরে এক ধরণের ইতিবাচক বার্তাও দেয় বলে অনেকে মনে করছেন।