আপ কি সরকার: দিল্লিতে মাফলার ম্যান পাঞ্জাবে কমেডিম্যান

Muffler Man in Delhi is Commonman in Punjab

আম আদমি পার্টির সরকার (AAP Ki Sarkar) পাঞ্জাব থেকে তাদের রাজনৈতিক পদক্ষেপ বড় করতে শুরু করেছে। নয়াদিল্লির রাজনৈতিক মহলে আলোচনা, এবার কেজরিওয়ালের লক্ষ্য হরিয়ানা।

দিল্লি-পাঞ্জাব-হরিয়ানা এই তিন এলাকায় আপ দলটির রাজনৈতিক কর্মসূচি আরও ছড়াতে শুরু করবে। বিশ্নেষণে উঠে আসছে, পাঞ্জাবের কৃষদের যে সমর্থন পেয়েছেন আম আদমি পার্টির ভগবত মান সেই সমর্থন ঢেউ প্রতিবেশি হরিয়ানাতেও ছড়াতে শুরু করবে। দুই রাজ্যের রাজধানী একই।

   

দিল্লি থেকে আপকি সরকার এগিয়ে দিয়েছেন মাফলার ম্যান কেজরিওয়াল। এবার পাঞ্জাব থেকে ভগবত মানের পালা। রাজনৈতিক জীবনের আগে কমেডি ম্যান হিসেবেই তিনি সুপরিচিত। একাধিক ছবি ও অনুষ্ঠান জমিয়েছেন তিনি। এমনই কৌতুক অভিনেতা এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

মাফলার ম্যান ও কমেডি ম্যানের কাঁধে উঠল আম আদমি পার্টির সরকার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কি অরবিন্দ কেজরিওয়ালের মতো কমনম্যান হতে পারবেন? এটিও বড় প্রশ্ন।

আম আদমি পার্টির সরকার কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লির বলয় থেকে বেরিয়ে প্রথম কোনও পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতায় বসেছে। কমেডি ম্যান ভগবত মানের সামনে আছে দলটির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালের বিরাট ছায়া। ‘কমন ম্যান’ অর্থাৎ আম আদমি হয়েও কেজরিওয়াল আলোচিত ভারত থেকে বিদেশ সর্বত্র।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজনৈতিক কৌলিন্যে কেজরির সমকক্ষ হয়ে যাবেন ভগবত মান। এমনও আলোচনা, কেজরি ও মানের দ্বন্দ্বের সম্ভাবনা বাড়বে।

রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলা ভগবত মান জয়ের পর চন্ডীগড়ে বলেছেন, পাঞ্জাববাসী আপনাদের অভিনন্দন। আম আদমি পার্টির সরকারে কিছু ফারাক দেখবেন আপনারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন