Wednesday, November 26, 2025
HomeBharatDelhi Flood: ‘বিজেপির তৈরি বিপর্যয়’ বলে কটাক্ষ AAP-র!

Delhi Flood: ‘বিজেপির তৈরি বিপর্যয়’ বলে কটাক্ষ AAP-র!

ফুলে-ফেঁপে উঠেছিল যমুনা নদী। প্রায় 208.66 মিটারের উচ্চতা ছুঁয়েছিল। তবে শনিবার সকাল থেকে শান্ত হয়েছে নদী, জলস্তর নামতে শুরু হয়েছে। দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিকের পথে। এর মধ্যেই চক্রান্তের গন্ধ পাচ্ছে আপ আদমি পার্টি। ইচ্ছে করে দিল্লির দিকে জল ঠেলে দেওয়া হচ্ছে হরিয়ানার হথনিকুন্ড ব্যারেজ থেকে। এমনটাই অভিযোগ এনেছে আপ।

Advertisements

সাংবাদিক সম্মেলন করে শহরকে চক্রান্ত করে ‘ডুবিয়ে’ দেওয়ার সরাসরি অভিযোগ এনেছেন দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। সৌরভ বলেন, “ইচ্ছা করে দিল্লিকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। হথনিকুন্ড ব্যারেজের অতিরিক্ত জল শুধুমাত্র দিল্লিতে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্ট সহ দিল্লির সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে প্লাবিত করার ষড়যন্ত্রও হয়েছিল।“

   

সৌরভ ভরদ্বাজ দাবি করেন যে হথনিকুন্ড ব্যারেজ থেকে অতিরিক্ত জল হরিয়ানার পশ্চিম খাল এবং উত্তর প্রদেশের ইস্টার্ন ক্যানেলের দিকে ছাড়া হচ্ছে না। একই সুরে অভিযোগ আনেন দিল্লির PWD মন্ত্রী অতীশি। প্রশ্ন তুলে বলেন যে খুব সহজেই দিল্লি শহরে আটকানো যেত বন্যা পরিস্থিতি। তবে তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন যে আগামী ১২ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হবে কারণ যমুনার জলস্তর ধীর গতিতে নামতে শুরু করেছে।

Advertisements

সংবাদ সংস্থা এএনআই কে অতীশি জানান, “যমুনা নদীর জল কমছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে স্বস্তি পাবে দিল্লির মানুষ… হথনিকুন্ড ব্যারাজের সমস্ত জল কেন শুধু দিল্লিতে ছেড়ে দেওয়া হল সেটা একটা বড় প্রশ্ন। সেখান থেকে উত্তরপ্রদেশ ও হরিয়ানায় যাওয়া খালে এক ফোঁটা জলও ছাড়েনি। এর জবাব দিতে হবে হরিয়ানাকে। দিল্লির বন্যা পরিস্থিতি কি এড়ানো যেত?” আপ নেতা সোমনাথ ভারতীও দিল্লির বন্যাকে “বিজেপির তৈরি বিপর্যয়” বলেছেন।

কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেভা অভিযোগ করেছেন যে আপ সরকার ‘দায় এড়াচ্ছে’ এবং শহরের বন্যার মতো পরিস্থিতির জন্য অন্যান্য রাজ্যকে দোষারোপ করছে, যেমনটি কোভিড -১৯ মহামারী চলাকালীন হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments