AAP: ‘সংসদেও কেজরিওয়াল, তবেই দিল্লি হবে…’, স্লোগান আপের

আজ শুক্রবার ৮ মার্চ দিল্লি লোকসভার প্রচার শুরু করে দিল আম আদমি পার্টি (AAP)। উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ‘ছোট ভাই’ বলে…

AAP: 'সংসদেও কেজরিওয়াল, তবেই দিল্লি হবে...', স্লোগান আপের

আজ শুক্রবার ৮ মার্চ দিল্লি লোকসভার প্রচার শুরু করে দিল আম আদমি পার্টি (AAP)। উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে , ‘আজ থেকে আপের দিল্লি লোকসভা ভোটের প্রচার শুরু হল’। প্রচারের স্লোগান ছিল ‘সংসদ মে ভি কেজরিওয়াল, ওয়াহি দিল্লি হোগি অউর খুশাল’।

প্রচার মঞ্চে দারিয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের বিপক্ষে একাধিক অভিযোগ ছুঁড়ে দেন। তিনি বলেছেন , দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আপ সরকারের প্রতিটি প্রকল্প বন্ধ করে দিয়েছে এবং সাতজন বিরোধী প্রার্থীকে সংসদে পাঠিয়ে তাকে “শক্তিশালী” করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন’। তিনি আরও বলেছেন , বুলডোজার দিয়ে এলাকার ক্লিনিক ভেঙ্গে দেওয়া, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প, পরীক্ষা ও হাসপাতালে ওষুধ বন্ধ করে দিয়েছে বিজেপি। তিনি জানিয়েছেন, কেন্দ্র দিল্লির ২ কোটি মানুষকে ঘৃণা করে কারণ একজন সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী বানানোর সাহস দেখিয়েছে ন দিল্লির মানুষ। তিনি জানিয়েছেন , আপ কর্মীরা নির্বাচনী প্রচারের সময় দলের সরকারের কাজের বিবরণ দিয়ে প্রচারপত্র বিতরণ করবেন ।

Advertisements

তার সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান জানিয়েছেন, লোকসভা ভোটে তাঁর রাজ্য পাঞ্জাব ১৩-০ ভোটে আপের পক্ষে ফল পেতে চলেছে। এর স্পঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে কেজরিওয়াল সরকারের কাজে বাধা দেওয়া এবং পঞ্জাবের তহবিল আটকে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। দিল্লি, গুজরাট ও হরিয়ানায় আসন ভাগাভাগি চুক্তির মধ্যেই কংগ্রেসের সহযোগিতায় আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে লড়বে।