কেন নাগরিকত্বের প্রমাণ নয় আধার? ব্যাখ্যা করলেন UIDAI প্রধান

নয়াদিল্লি: আধার কার্ডকে ঘিরে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর প্রধান ভূবনেশ কুমার। সোমবার তিনি স্পষ্ট জানিয়েছেন, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়।…

Aadhaar card is not citizenship proof

নয়াদিল্লি: আধার কার্ডকে ঘিরে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর প্রধান ভূবনেশ কুমার। সোমবার তিনি স্পষ্ট জানিয়েছেন, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়। কারণ ১৮২ দিন ভারতে বসবাস করলেই আধারের জন্য আবেদন করা যায়, এমনকি বিদেশিরাও তা করতে পারেন। শিশু থেকে শুরু করে নেপাল-ভুটানের নাগরিক বা ওসিআই কার্ডধারীরাও আধার পেতে পারেন।

আধার একটি ফাউন্ডেশনাল আইডি

মানিকন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে কুমার বলেন, “আধার একটি ফাউন্ডেশনাল আইডি। অন্য সব পরিচয়পত্র শুধুমাত্র নাম, বয়স বা ছবির উপর নির্ভর করে। কিন্তু আধারে ১৩টি বায়োমেট্রিক তথ্য— ১০ আঙুলের ছাপ, দুটি আইরিস স্ক্যান এবং মুখের ছবি সংগ্রহ করা হয়। ফলে এর এককত্ব নিশ্চিত হয়। কেউ যদি অন্যের পরিচয়ে আধার নিতে চান, সঙ্গে সঙ্গে ধরা পড়বেন।”

   

তিনি আরও জানান, বর্তমানে দেশে ১৪২ কোটির বেশি আধার তৈরি হয়েছে। প্রতিটি আবেদন কেন্দ্রীয় তথ্যভান্ডার (CIDR)-এর সঙ্গে মিলিয়ে দেখা হয়। এর ফলে প্রতিটি আধার অনন্য থাকে এবং নকল করা সম্ভব নয়।

আধারের ব্যবহার ও যাচাই Aadhaar card is not citizenship proof

UIDAI প্রধানের দাবি, আধার কার্ডের পেছনে থাকা কিউআর কোডের মাধ্যমেই এর সত্যতা যাচাই করা যায়। UIDAI-র অ্যাপ দিয়ে স্ক্যান করলে ইন্টারনেট ছাড়াই নাম, ছবি, লিঙ্গ, জন্মতারিখ ও ঠিকানা দেখা যায়। ফলে জঙ্গলে হোক বা সমুদ্রে, আধারের বৈধতা পরীক্ষা সম্ভব। তবে শুধু নম্বর দিলেই তার কোনো অর্থ নেই— প্রমাণ হিসাবে ব্যবহার করতে হলে প্রয়োজন প্রমাণীকরণ বা অফলাইন যাচাই।

সুপ্রিম কোর্টের নির্দেশ

এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আধারকে ভোটার তালিকার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ তালিকা সংশোধনের সময় আধারকে দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করতে বলেছে শীর্ষ আদালত।

Advertisements

সোমবার বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ মৌখিক নির্দেশে বলেন, “ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে। অন্য নথির মতোই আধারের বৈধতা যাচাই করার অধিকার কর্তৃপক্ষের থাকবে।”

মূল বার্তা

অর্থাৎ, আধার এখন থেকে ভোটার তালিকায় ব্যবহারযোগ্য পরিচয়পত্র হলেও তা নাগরিকত্বের প্রমাণ নয়। ভারতীয় নাগরিক, এনআরআই, বিদেশি বাসিন্দা— সকলের জন্যই আধার খোলা। ফলে আধারের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা গেলেও নাগরিকত্ব প্রমাণের জন্য অন্য নথির উপরই নির্ভর করতে হবে।

Bharat: UIDAI chief Bhuvanesh Kumar clarifies Aadhaar is not proof of Indian citizenship, emphasizing its role as a foundational ID. He explains how Aadhaar’s unique biometric data prevents duplication and enables offline verification.