ঘরের পাশে বাঘের উঁকি…হাড়হিম হয়ে গেল

উঁকি দিচ্ছে বাঘ আর জিভ চাটছে। এটা দেখে হাড় হিম হয়ে গেল সবার। রয়েল বেঙ্গল টাইগার ঢুকেছে পাড়ায়। তাকে ধরতে হিমশিম খাচ্ছে বন দফতর। বিরাট বাঘ

রয়েল বেঙ্গল টাইগার ঢুকেছে পাড়ায়। তাকে ধরতে হিমশিম খাচ্ছে বন দফতর।

উঁকি দিচ্ছে বাঘ আর জিভ চাটছে। এটা দেখে হাড় হিম হয়ে গেল সবার। রয়েল বেঙ্গল টাইগার ঢুকেছে পাড়ায়। তাকে ধরতে হিমশিম খাচ্ছে বন দফতর। বিরাট বাঘ একেবারে ঘরের সামনে হাজির। তাকে দেখে আতঙ্কিত অসমের কালিয়াবরের বাসিন্দারা। একটি চা বাগানের মধ্যে বাঘ ঘুরছে। সেই বাঘ যখন তখন হামলা করতে পারে।

কালিয়াবরের শিলঘাট সংলগ্ন চা বাগান এলাকায় বাঘটিকে দেখতে পেতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাগান সংলগ্ন একটি রিসর্ট থেকে এক ব্যক্তি তাঁর মোবাইল ফোনে বাঘের জল খাওয়ার ছবি রেকর্ড করেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে বলকর্মীরা বাঘের গতিবিধি নজরে রেখেছেন। যদিও বাঘটি কাউকে আক্রমন করেনি।

   
Advertisements

এলাকাবাসীরা বলছেন, গত বছর ২৬ ডিসেম্বর একটি চিতাবাঘ ঢুকেছিল। সেটা হিংস্র ছিল। সেই চিতাবাঘের হানায় তিন জন বনকর্মী সহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছিলেন। এবার এসেছে বাঘ। ভয়ে কাঁপছেন এলাকাবাসী।