Cyclone: কিছুক্ষণের মধ্যেই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়

cyclone jawad

ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। ইতিমধ্যে ওড়িশা, বাংলা, অসম উত্তর-পূর্বে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Advertisements

এদিকে যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের ১৭ টি দল এবং ওডিআরএএফের ২০ টি দল ক্ষতিগ্রস্থ হতে পারে এমন এলাকায় মোতায়েন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে একটি সতর্কতা জারি করে বলা হয়েছে যে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পুরী, ঢেঙ্কানল এবং উত্তর উপকূলীয় ওড়িশার বেশ কয়েকটি জেলায় শক্তিশালী হাওয়া বইতে পারে। আন্দামান সাগরে নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড়ের গতিবেগ জানা যাবে শুক্রবারই।

Advertisements

ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ কুমার জেনা বলেছেন যে রাজ্য সরকার যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। জেনা জানান, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৭টি দল, ২০টি ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ) দল এবং ১৭৫টি অগ্নিনির্বাপক দলকে রাজ্যে প্রস্তুত রাখা হয়েছে।