গত একমাসে যখন একের পর এক ট্রেন দুর্ঘটনার (Indian Railways) খবর প্রকাশ্যে আসছে ঠিক সেই সময় ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা সামনে এসেছে। শুধু তাই নয়, ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় এক রেলযাত্রী জখম হয়েছেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ফের একবার রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। যখন গত একমাসে একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী মৃত্যু হয়েছে, রেলের তরফে অভিযোগের পাহাড় জমিয়েছেন যাত্রীরা, সেই সময় ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার বাড়ল না পেট্রোলের দর, সপ্তাহ জুড়েই অপরিবর্তিত জ্বালানীর দাম
১৫৫৫৩ ভাগলপুর জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। সমাজ মাধ্যমে করা একটি পোস্টের ভিত্তিতে জানা গিয়েছে যে, দারভাঙা এবং কাকড়ঘাটি স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। যদিও এই ঘটনার পরেই ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জখম রেলযাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ट्रेन संख्या 15553 भागलपुर-जयनगर एक्सप्रेस पर असामाजिक तत्व द्वारा पत्थर मारने की घटना पर रेलवे द्वारा तत्काल कार्रवाई करते हुए आरोपी को चिन्हित कर विभिन्न धाराओं में केस दर्ज किया गया है।
सभी से अनुरोध है कि ऐसे असामाजिक तत्वों के बारे में रेलवे को तुरंत जानकारी दें। https://t.co/Pl1ImwmHqO
— Ministry of Railways (@RailMinIndia) August 4, 2024
তবে এই গোটা ঘটনাটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার পরের ভারতীয় রেল মন্ত্রক এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। তাঁদের তরফে জানানো হয়েছে যে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই পোস্টে নেটিজেনরা অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছে। রেলের তরফে আরও জানানো হয়েছে যে, এই রকম ঘটনা যদি সারা ভারতে কোথাও ঘটে তাহলে রেলযাত্রীরা যেন অবশ্যই অভিযোগ করে।