দু-তিনটি নয়, ৩২ টি গাড়িতে বিস্ফোরক নিয়ে সিরিয়াল ব্লাস্টের ছক?

নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কান্ডে (Delhi Blast) উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সোমবার লালকেল্লার সামনে হুন্ডাই আই ২০ বিস্ফোরণের পর থেকেই যোগসূত্র মেলায় একাধিক গাড়ির খোঁজে ছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার চিরুনি তল্লাশির মাধ্যমে একটি লাল ইকো স্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে দু-একটি নয়। এমন প্রায় ৩২ টি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে দেশজুড়ে সিরিয়াল ব্লাস্টের (Serial Blast) পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

Advertisements

বৃহস্পতিবার লালকেল্লা বিস্ফোরণের তদন্তের ঘনিষ্ঠ সূত্রে খবর, মারুতি সুজুকি ব্রেজা, মারুতি সুইফট ডিজায়ার এবং একটি ফোর্ড ইকোস্পোর্ট – বিস্ফোরক বহন এবং/অথবা বোমা সরবরাহের জন্য প্রস্তুত ছিল। বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে আগামী ৬ ডিসেম্বর দিল্লির ৬ টি জায়গায় বিস্ফোরণের (Delhi Blast) পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।

   

এখনও পর্যন্ত বিস্ফোরণে ব্যবহার হওয়া হুন্ডাই আই ২০ ছাড়াও মোট ৩ টি গাড়িকে চিহ্নিত করা হয়েছে, বলে তদন্তকারীদের দাবী। বিস্ফোরণে ব্যবহারের জন্য মূলত হাতবদল হওয়া গাড়িকেই (Car) বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও, তিনটি গাড়িকেই শনাক্ত করা গিয়েছে। ব্রেজা HR87 U 9988 গাড়িটি পাওয়া যায় আল ফালাহ ক্যাম্পাস থেকে। যেটিকে বর্তমানে অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে মনে করা হচ্ছে।

Advertisements

অন্যদিকে, বুধবার ফরিদাবাদের একটি খামারবাড়ি থেকে লাল রঙের ইকো স্পোর্ট গাড়িটি উদ্ধার হয়। গাড়িটির পেছনের সিটে এক যুবক ঘুমোচ্ছিলেন বলে জানা যায়। তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে হুন্ডাই আই ২০ গাড়ি ব্যবহার করে বিস্ফোরণ (Delhi Blast) ঘটানো হয়।

গাড়ির মালিক হিসেবে পুলওয়ামার চিকিৎসক উমর নবীকে চিহ্নিত করা হয়। গাড়িটি উমরই চালাচ্ছিলেন কিনা নিশ্চিত হতে তাঁর মায়ের নমুনার সঙ্গে গাড়ি থেকে প্রাপ্ত নমুনার DNA পরীক্ষা করা হয়। যাতে উমরই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা যায়। হুন্ডাই আই ২০ গাড়িটি উচ্চমানের বিস্ফোরক পদার্থ এবং অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেলের মিশ্রণে ভরা ছিল বলে জানা যায়।