Blast :বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮! আহত বহু

তালিমনাড়ুতে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল। বৃহস্পতিবার দুপুরে মারাত্বক আওয়াজে কেঁপে ওই এলাকা। স্থানীয়রা ছুটে এসে দেখে বাজি করাখানায় আগুন জ্বলছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে…

Blast :বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮! আহত বহু

তালিমনাড়ুতে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল। বৃহস্পতিবার দুপুরে মারাত্বক আওয়াজে কেঁপে ওই এলাকা। স্থানীয়রা ছুটে এসে দেখে বাজি করাখানায় আগুন জ্বলছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবকাশীতে। বৃহস্পতিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন অন্ততপক্ষে ১২ জন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল কিন্তু কী করে হঠাৎ বিস্ফোরণ হয়েছে সেই নিয়ে চলছে জোর জল্পনা। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ হয়েছে শিবকাশীর সেঙ্গমালাপট্টির বাজি কারাখানায়। যে সময় বিস্ফোরণ হয়, সেই সময় কারখানার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। এই দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে আসে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisements

আরও জানা গিয়েছে যে এই বিস্ফোরণের তীব্রতা এত বেশী ছিল যে অনেক দূর পর্যন্ত এই আওয়াজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে দেখে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ। আশাপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে।পুলিশ ঘটনার তদন্ত করছে।