Srinagar Encounter: এনকাউন্টারে নিকেশ টার্গেট কিলিংয়ে জড়িত জঙ্গি

পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার ক্রিসবাল পালপোরা সঙ্গম এলাকায় পুলিশ- জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এই এনকাউন্টারে উপত্যকায় টার্গেট কিলিং-এর তিনটি ঘটনার জন্য দায়ী লস্কর জঙ্গি আদিল পারেকে নিকেশ করেছে তারা।

জানা গিয়েছে, একই এলাকার আনছার সৌরা এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই কর্মী হাসান দার ও সাইফুল্লাহ কাদরীকে আক্রমণ করে আহত করেছিল আদিল। শুধু তাই নয়, ৯ বছরের এক শিশুকন্যাকে আহত করার ঘটনায়ও সে জড়িত। আজ সে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে বলে খবর।

   

এ বিষয়ে আইজিপি বিজয় কুমার বলেন, এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈবার জঙ্গি আদিল পারে নিহত হয়েছে। তার বিরুদ্ধে দুই পুলিশ কর্মী ও ন’বছরের এক নাবালিকাকে নিগ্রহের অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, অমরনাথ যাত্রার কথা মাথায় রেখে গোটা জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এ জন্য অনেক অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। এদিকে, সাম্প্রতিক টার্গেট কিলিং নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের সমস্ত জঙ্গিকে খুঁজে বের করতে সেনাবাহিনী এখন লাগাতার অভিযান চালাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন