J&K: হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করল সেনাবাহিনী

জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল সেনাবাহিনী ও পুলিশ। জানা গিয়েছে, পুলিশ ও ভারতীয় সেনা ২৯ আরআর-এর যৌথ দলগুলি বারামুল্লার ক্রেরি এলাকায় অস্ত্র ও গোলাবারুদ…

জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল সেনাবাহিনী ও পুলিশ। জানা গিয়েছে, পুলিশ ও ভারতীয় সেনা ২৯ আরআর-এর যৌথ দলগুলি বারামুল্লার ক্রেরি এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সহ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার এক হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করেছে।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ধৃত ওই জঙ্গির কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিলগাম পাইনের বাসিন্দা গুলজার আহমেদ ভাটের ছেলে মহম্মদ ইকবাল ভাটকে পুলিশ ও সেনাবাহিনীর ২৯ আরআর-এর যৌথ দল ক্রিরির একটি নাকা থেকে গ্রেফতার করে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ধৃতের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি “জঙ্গি কর্মকাণ্ডের জন্য লজিস্টিক সহায়তা প্রদানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং পাকিস্তানি সন্ত্রাসী সাইফুল্লাহ এবং আবু জারিরের সঙ্গে যোগাযোগ রেখেছিল”।

   

পুলিশ সূত্রে খবর, “হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করার ফলে একাধিক বড় বড় জঙ্গি ষড়যন্ত্র রোখা গিয়েছে। এবং পিআরআই সদস্য এবং অ-স্থানীয়দের উপর সাম্প্রতিক বিভিন্ন হামলার জন্য দায়ী মডিউলটি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ধৃত জঙ্গি নারবল এবং রেনজির মধ্যে জাতীয় মহাসড়কে আইইডি হামলা চালানোর জন্য রাসায়নিক এবং অন্যান্য উপকরণ সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। আটক ওই হাইব্রিড জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যতে জঙ্গি বিরোধী অভিযানের জন্য আরও তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।”

Advertisements

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News