বস্তি উচ্ছেদ করতে গিয়ে বিপত্তি, পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি

লোকসভা ভোট মিটে যাওয়ার পরেও জায়গায় জায়গায় অশান্তি অব্যাহত। এবার সেই তালিকায় নাম জুড়ল মহারাষ্ট্রের। জনরোষের শিকার হয়ে আহত হলেন বহু পুলিশ কর্মী। Advertisements মহারাষ্ট্রের…

লোকসভা ভোট মিটে যাওয়ার পরেও জায়গায় জায়গায় অশান্তি অব্যাহত। এবার সেই তালিকায় নাম জুড়ল মহারাষ্ট্রের। জনরোষের শিকার হয়ে আহত হলেন বহু পুলিশ কর্মী।

Advertisements

মহারাষ্ট্রের পোওয়াই এলাকায় জবরদখল সরাতে গিয়ে আহত হলেন বহু পুলিশ আধিকারিক। উত্তেজিত জনতা পুলিশ এবং বিএমসি আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও অবধি ৬ পুলিশ আধিকারিক আহত হয়েছেন। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার সত্যতা শিকার করে নিয়েছে মুম্বাই পুলিশ। উতিমধ্যে ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

মুম্বইয়ের পোওয়াইয়ের হিরানন্দানি সংলগ্ন জয় ভীম নগর বস্তিতে অবৈধভাবে দখল করা কুঁড়েঘর খালি করতে যাওয়া পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। জানা গিয়েছে, জয় ভীমনগর বস্তির বেআইনি দখল উচ্ছেদ করতে এসেছিল পুরসভা। পুরসভা ও পুলিশের একটি দল বস্তি খালি করতে পৌঁছানো মাত্রই এলাকার লোকজন তাঁদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।