জঙ্গিদের গুলিতে খুন পুলিশ কর্মী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একরত্তি

ফের একবার জঙ্গি হামলার জেরে রক্তাক্ত হল কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, মঙ্গলবার শ্রীনগরের সৌরা এলাকায় জঙ্গিদের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় এক পুলিশকর্মীর ।     স্থানীয়…

kashmir army

short-samachar

ফের একবার জঙ্গি হামলার জেরে রক্তাক্ত হল কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, মঙ্গলবার শ্রীনগরের সৌরা এলাকায় জঙ্গিদের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় এক পুলিশকর্মীর ।

   

স্থানীয় সূত্রে খবর, প্রথমে ওই পুলিশ কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ রক্ষা হয় না এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত ব্যক্তির নাম সাইফুল্লাহ কাদরি, যিনি জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার সাত বছরের মেয়েও আহত হয়েছে।

জঙ্গিরা গুলি চালালে কাদরীর মেয়ে তার বাবার কোলে লুটিয়ে পড়ে। মেয়েটির হাতে গুলি লেগেছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

এক পুলিশ কর্মী জানান, “জঙ্গিরা সৌরা (আনছার) এলাকায় সাইফুল্লাহ কাদরী নামে এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর জখম হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। এদিকে তার মেয়েও আহত হয়েছে।”