স্বপরিবারে বিষ খেয়ে আত্মহত্যা করলেন কংগ্রেস নেতা, ব্যাপক শোরগোল

এবার বড় ঘটনা ঘটে গেল দেশে। স্বপরিবারে মিলে বিষ খেয়ে ফেললেন এক কংগ্রেস নেতা। এই ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য…

এবার বড় ঘটনা ঘটে গেল দেশে। স্বপরিবারে মিলে বিষ খেয়ে ফেললেন এক কংগ্রেস নেতা। এই ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। আত্মহত্যার (Suicide) ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। 

ছত্তিশগড়ের জঞ্জগিরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গিয়েছে। কংগ্রেস নেতা পঞ্চরাম যাদব তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। নেতার বড় ছেলে নীরজ (২৮) প্রথমে সিমসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক ছিল বলে শোনা যায়। এরপর বিলাসপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেই মারা যান।

   

গত ৩০ অগাস্ট শারদা চক জঞ্জগিরের পাঁচরাম যাদব (৬৬), তাঁর স্ত্রী দীনেশ নন্দনি যাদব (৫৫), দুই ছেলে নীরজ যাদব (বান্টি) ও সুরজ যাদব (২৫) একসঙ্গে বিষপান করেন। বাড়ির বাইরে যাতে কেউ জানতে না পারে, তাই সদর দরজায় তালা লাগিয়ে পেছনের দরজা দিয়ে ফিরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন তাঁরা। প্রত্যেকেই মোবাইল ফোন বন্ধ করে রেখেছিল। জানা গেছে, পাড়ার একটি মেয়ে সব সময় তাঁদের বাড়িতে যাতায়াত করত। সে দুপুর ১২টার দিকে তাদের বাড়িতে গিয়ে তালা লাগানো দেখে সে ফিরে যায়।

দু-তিনবার বাড়িতে এসেও তালা ঝুলতে দেখে তাঁর মনে সন্দেহ জাগে। এরপর সন্ধ্যা সাতটার দিকে সে আশপাশের লোকজনকে খবর দেয়। এরপর দরজা ভেঙে প্রতিবেশী ও তাদের আত্মীয়রা ভেতরে গেলে সকলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এরপর সকলকে রাত আটটার দিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিমস বিলাসপুরে রেফার করা হয়। পঞ্চরামের বড় ছেলে নীরজ যাদব গভীর রাতে সিমসে মারা যান।

হঠাৎ করে কেন এরকম পদক্ষেপ নিলেন কংগ্রেস নেতা তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে খবর, গোটা পরিবার ঋণে জর্জরিত হয়ে গিয়েছিল। যে কারণে পরিবার এরকম পদক্ষেপ নিয়ে থাকতে পারে। তবে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।