Delhi metro:মেট্রোতে কিশোরকে যৌন নির্যাতন, যৌনাঙ্গ চেপে ধরার অভিযোগ

Delhi Metro

যত কাণ্ড দিল্লি মেট্রোতে! সম্প্রতি দিল্লি মেট্রোর মধ্যে একের পর এক অবাক করা কাণ্ড ঘটেই চলেছে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেইসব চিত্র। কখনও যুবক যুবতীদের উদ্দাম ভালবাসা আবার কখন মহিলাদের বসার সিট নিয়ে ত্মুল মারমারি আবার কখন দোলের সময় অশালীন ভিডিও। আবার সেই দিল্লি মেট্রোয় ঘটনার শিরোনামে উঠে এলো। এবার দিল্লি মেট্রোয় আজব কাণ্ড! এক কিশোরকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। ওই ১৬ বছরের কিশোরের যৌনাঙ্গ চেপে ধরার অভিযোগ উঠতেই তোলপাড় পড়ে গিয়েছে। 

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ রাজীব চক স্টেশন থেকে সে ট্রেনে ওঠে সময়পুর বদলি যাবে বলে। কিন্তু ট্রেনে ওঠার পরই এক ব্যক্তি তার যৌনাঙ্গ স্পর্শ করে বলে অভিযোগ তার। সে সমাজমাধ্যমে লিখেছে, ”ট্রেনে উঠতেই আমার নিচে একটা স্পর্শ অনুভব করি। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কারও ব্যাগের স্পর্শ কিংবা কেউ ভুল করে স্পর্শ করে ফেলেছে। কিন্তু আমি ভুল ছিলাম।” এইরকম বারবার ঘটতে থাকে কিন্তু শেষবার ওই কিশোর অভিযুক্তকে ধরে ফেলে। তাঁকে চুলের মুঠি ধরে মারতে উদ্যত হয়। শুধু তাই নয় ছেলেটি অভিযুক্তের ছবিও তুলে ফেলে।

Advertisements

ওই কিশোর আরও জানিয়েছে যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কাঁপছিলাম। শুধু তাই নয় অভিযুক্ত নাকি মেট্রো স্টেশনে নামার পরেও নাকি তাকে ফলো করে। যদিও এই ঘটনা ইতিমধ্যেই পুলিশে জানানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।