NEET:পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসে ফের আত্মহত্যা, চিন্তা বাড়ছে প্রশাসনের

suicide

ফের আত্মহত্যা ঘটনার কথা সামনে এলো রাজস্থানের কোটা থেকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে আসা এক পড়ুয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঘটনায় উদ্বেগ ছড়াল কোটায়। জানা গিয়েছে রবিবার ওই ছাত্র সকাল থেকে দরজা না খোলায় সন্দেহ দেখা যায়। তাঁর বাড়ির লোকেরাও তাকে ফোন করে না পাওয়ায় স্থানীয় সাহায্যে পড়ুয়ার দরজা ভেঙে দেখে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রে খবর, গত বছর রোহতক থেকে কোটায় পড়তে এসেছিলেন ছাত্রটি। কোটারই এক কোচিং সেন্টারে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। থাকতেন ওই কোচিং সেন্টারের আশপাশেরই এক হস্টেলে। সেই হস্টেলের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে।মৃত ছাত্রের বয়স ২০ বছর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই ঘর থেকে কোনও সুসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে এই নিয়ে এই বছরে এখনও পর্যন্ত আট জন ছাত্র আত্মহত্যা করেছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে প্রশাসনের। কোটায় মূলত সারা দেশ থেকে পরীক্ষার্থীরা আসে কোচিং নিতে। ইতিমধ্যে কোটা নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ। সেই কোটায় এখন মৃত্যুফাঁদ বলে চিহ্নিত হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালেও ২৯ জন ছাত্র আত্মহত্যা করেছিলেন কোটায়। ২০২২ সালে সেই সংখ্যাটা ছিল ১৫। অত্যাধিক চাপের কারণেই কি আত্মহত্যার সংখ্যা বাড়ছে? খতিয়ে দেখছে পুলিশ।

Advertisements
Advertisements