Hyderabad Fire: গাড়ি থেকে ছোট্ট স্পার্ক, দাউদাউ করে জ্বলছে গোটা বিল্ডিং, ঝলসে মৃত ৯

পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ছোট্ট ফুলকি। আর তা থেকেই আগুনের গ্রাসে গোটা বিল্ডিং। সোমবার সকলে হায়দরাবাদের নামপল্লিতে ভয়ঙ্কর অগ্নিকান্ডে মৃত্যু ৯।গুরুতর জখম হয়েছেন আরও…

Hyderabad Fire: গাড়ি থেকে ছোট্ট স্পার্ক, দাউদাউ করে জ্বলছে গোটা বিল্ডিং, ঝলসে মৃত ৯

পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ছোট্ট ফুলকি। আর তা থেকেই আগুনের গ্রাসে গোটা বিল্ডিং। সোমবার সকলে হায়দরাবাদের নামপল্লিতে ভয়ঙ্কর অগ্নিকান্ডে মৃত্যু ৯।গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। আবাসনের পার্কিংয়ে দাঁড় করানো গাড়িতে মেরামতির কাজ চলছিল। তখন এই ঘটনা ঘটেছে বলে খবর।

তেলেঙ্গানার হায়দ্রাবাদের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ নিহত হয়েছেন বলে জানা গেছে। আবাসনের গ্রাউন্ড ফ্লোরের পার্কিংয়ে দাঁড়ানো একটি গাড়ি সারাই করা হচ্ছিল। পাশেই একটি ড্রামে রাখা ছিল রাসায়নিক।গাড়ি সারাইয়ের সময় হঠাৎ বিদ্যুতের ফুলকি বের হতে শুরু হয় গাড়ির ইঞ্জিন থেকে। আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায় বিল্ডিংয়ে।আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই সেখান থেকে বের হওয়ার সুযোগও পাননি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।

এ ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার ও শীতলীকরণের কাজ চলছে। বিল্ডিংয়ের উপরের ফ্লোরে বসবাসরত লোকজনকে জানালা দিয়ে সরিয়ে আনা হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisements

এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি থেকে বেরনো আগুনের ফুলকি কেমিক্যালে পড়তেই তা দাউদাউ করে জ্বলে ওঠে। যারা গাড়ি সারাই করছিলেন, তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।