7th Pay Commission: আগামী মার্চ মাস থেকেই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের

Salary increase of government employees

7th Pay Commission: রাজ্যজুড়ে ডিএ নিয়ে আন্দোলন ও অনশন কর্মসূচি জারি রেখেছেন রাজ্য সরকারের অধীনে কর্মচারীরা (government employees )। বেতন না দিলে আগামী পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এমনটাও হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে কেন্দ্র সরকারের অধীনে সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছে মোদি সরকার৷ আগামী মার্চ মাসেই বেতন বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মচারীদের।

সূত্রের খবর, একইসঙ্গে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের অধীনের কর্মরতদের ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে বেতন সংশোধনের বিষয় নিয়েও আলোচনা হতে পারে৷ ২০২৩ এর দোল যাত্রার পরেই কেন্দ্র সরকার সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করতে পারে।

   

সূত্রের খবর মোদি সরকারের কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের জন্য মাত্র ১ বছর বাকি ৷ এটাকে মাথায় রেখেই কেন্দ্র বেতন বৃদ্ধির নতুন প্ল্যান ঘোষণা করতে পারে ৷ দোলের পরেই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় ঘোষণা করতে চলেছে সরকার। যার ফলে কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত যে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ১৮ হাজার টাকা। তাঁরা ২৬ হাজার টাকা অবধি বেতন পেতে পারেন।

তবে বিশেষ নজর রয়েছে মহার্ঘ ভাতা নিয়ে। সূত্রের খবর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বাড়তে পারে। যা সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। যদিও রাজনৈতিক মহলের ধারণা, চলতি বছরে একাধিক রাজ্যের নির্বাচন এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন