দেশের শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্বকারী সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (Bharatiya Mazdoor Sangha) তার প্রতিষ্ঠার ৭০ বছর পূর্ণ করল। এই বিশেষ উপলক্ষে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের কেজি যাদব রেসলিং হলে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘের কার্যকর্তারা, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা, কর্মী সংগঠনের প্রতিনিধিরা। ভারতীয় মজদুর সঙ্ঘের তরফে এই অনুষ্ঠানের লাইভ ব্রডকাস্টিং করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুক, এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইট থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
ভারতীয় মজদুর সঙ্ঘের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত থেকে শুরু করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। থাকবেন ভারতীয় মজদুর সঙ্ঘের সর্বভারতীয় প্রেসিডেন্ট হিরন্ময় পাণ্ডিয়া, জেনারেল সেক্রেটারি রবীন্দ্র হিমতেও। ৭০ বছরের পথচলায় শ্রমিক কল্যাণ ও সংগঠনের বিস্তারে BMS-এর অবদানকে স্মরণ করতেই আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।