ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জায়গায়, ঠিক তখনই পালঘরের (Palghar)এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাস। জানা গিয়েছে, এক সাত বছরের এক শিশুকন্যার শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য দফতর আরো জানিয়েছে, শিশুটি পালঘর জেলার ঝাইয়ে আশ্রমশালার বাসিন্দা। তথ্য অনুযায়ী, ২০২১ সালে পুনেতে প্রথম জিকা ভাইরাসে আক্রান্তের খবর মেলে।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ‘ঝাঁইয়ের আশ্রমশালায় ৭ বছরের একটি মেয়েকে জিকা ভাইরাসে আক্রান্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এর আগে, ২০২১ সালের জুলাই মাসে পুনেতে প্রথমবারের মতো রোগী শনাক্ত করা হয়েছিল। নজরদারি, ভেক্টর এমজিএমটি, চিকিৎসা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জিকা ভাইরাসের লক্ষণ
জ্বর
জয়েন্টগুলোতে ব্যথা
মাথায় ব্যথা
ত্বকে ফুসকুড়ি
পেশী ব্যথা
বমি