Sikim: সিকিমে তুষার চাপা পড়ে নিহত দুই বাঙালি সহ ৭ পর্যটক

Rohtang Pass Transforms into a Winter Paradise, Tourists Enjoy the Snowy Peaks
Rohtang Pass Transforms into a Winter Paradise, Tourists Enjoy the Snowy Peaks

ভয়াবহ সেই মুহূর্ত। উপর থেকে নেমে আসছিল তুষারের স্রোত। তার তলায় তলিয়ে যাচ্ছিলেন পর্যটকরা। মঙ্গলবারের এই পরিস্থিতি কাটিয়ে বুধবার চলছে তুষার সরানো। সিকিমে (Sikim) দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে দু’জন বাঙালি রয়েছেন। মৃত তালিকায় আছেন নেপালের নাগরিক। সিকিম সরকার জানিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

   

তুষারধ্বসে নিহত সাত জনের মধ্যে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা ছয় বছর বয়সী নাবালিকা। সে তার বাবা-মায়ের সাথে সিকিম ভ্রমণে এসেছিল। এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন নেপালের শিব প্রসাদ লামিচানে, আশিকা ধাকাল, মুনা শাহ শ্রেষ্ঠা, উত্তরপ্রদেশের বাল সিং, রেব্যা সিং, পশ্চিমবঙ্গের সৌরভ রায়চৌধুরী, প্রীতম মাইতি এবং (রূপান্দি)। নেপাল)। আহত ১৩ পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

মঙ্গলবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সিকিমে। সাম্প্রতিক সময়ে সবথেকে বড় বিপর্যয় হিমালয় ঘেরা এই পাহাড়ি রাজ্যে। ঘুরতে গিয়ে তুষার চাপা পড়েন শতাধিক পর্যটক। তুষারের বিরাট চাঙড়ের তলা থেকে তাদের উদ্ধার করে (BRO) বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ ও NDRF উদ্ধারকারীরা।

সিকিম সরকার জানায় দুপুর নাগাদ কমপক্ষে ১৫০ জন তুষারের তলায় চলে যান। এই দুর্ঘটনা ঘটে ছাঙ্গু ও নাথুলা যাওয়ার পথে।

গত মাসেও প্রবল তুষারপাতে সিকিমে হাজারের বেশি পর্যটক আটকে পড়েছিলেন। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন