Gujarat: সরোবরে নৌকাডুবি, একাধিক পড়ুয়া নিহত

প্রবল শীতের মধ্যে গুজরাটে চলছিল নৌকা নিয়ে হুল্লোড়। ভদোদরায় (পূর্বতন বরোদা) একটি সরোবরে নৌকা উল্টে পড়ু়যারা তলিয়ে যায়। বাড়ছে নিহতের সংখ্যা। India Today জানাচ্ছে ওই…

প্রবল শীতের মধ্যে গুজরাটে চলছিল নৌকা নিয়ে হুল্লোড়। ভদোদরায় (পূর্বতন বরোদা) একটি সরোবরে নৌকা উল্টে পড়ু়যারা তলিয়ে যায়। বাড়ছে নিহতের সংখ্যা। India Today জানাচ্ছে ওই নৌকায় শিক্ষক ও পড়ুয়াসহ মোট ২৩ জন ছিল। অনেকেই তলিয়ে যায়। Daily Bhaskar জানাচ্ছে কমপক্ষে ১০ জন মৃত।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই মর্মান্তিক ঘটনার পর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন ভাদোদরার হারানি হ্রদে নৌকাডুবির পর শিশুদের ডুবে যাওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই দুঃখের মুহুর্তে তার পরিবারের প্রতি সমবেদনা। নৌকায় থাকা ছাত্র-শিক্ষকদের উদ্ধার তৎপরতা চলছে।কর্তৃপক্ষকে অবিলম্বে ত্রাণ ও ত্রাণ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে পিকনিক করতে গিয়েছিল পড়ুয়ারা। তারা নৌকায় ঘোরার সময় কেউ লাইফ জ্যাকেট পরেনি। এই কারণে নৌকা উল্টে গেলে তারা তলিয়ে যায়। এদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। 

ওই সরোবর থেকে পরপর তুলে আনা হয়েছে নিথর পড়ুয়াদের দেহ। মর্মান্তিক পরিস্থিতি সরোবরের তীরে। লাইফ জ্যাকেট থাকলে পড়ুয়াদের মৃত্যু হত না।