Gujarat: ভারতীয় সিকিউরিটি এজেন্সির হাতে আটক ৬ পাকিস্তানি

NCB

ছয় পাকিস্তানিকে মাদকসহ গ্রেপ্তার করল ভারতীয় তিন সিকিউরিটি এজেন্সি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে গুজরাট (Gujarat) এটিএস, এনসিবি, এবং ভারতীয় কোস্ট গার্ড বিপুল পরিমাণ টাকার মাদক উদ্ধার করেছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে মোট আটক হওয়া মাদকের মূল্য প্রায় ৪৮০ কোটি। গুজরাট এটিএস-এর তরফ থেকে জানানো হয়েছে যে ছয় পাকিস্তানিক নাগরিককে গুজরাটের পোরবন্দের কাছে আটক করা হয়। তাঁদের মাদকসমেত পোরবন্দের নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

   

বিশেষ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই পুরো অপারেশনটি চালানো হয়েছে। গুজরাট এটিএসের যোগ্য সঙ্গত দিয়েছে এনসিবি এবং ভারতীয় জল সুরক্ষা বাহিনী।

প্রসঙ্গত ২৮শে ফেব্রুয়ারী প্রায় ৩৩৩০ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল। যার আনুমানিক অর্থমূল্য ছিল ২০০০ হাজার কোটি টাকা। এটিই আপাতত মাদক পাচারকারী মধ্যে সবচেয়ে বেশী টাকার আটক ছিল বলে জানা গিয়েছে।

বিগত তিন বছরে প্রায় ৫১৭ কেজি মাদক উদ্ধার করেছে ভারতীর গুপ্তচর সংস্থা। যার আনুমানিক মূল্য প্রায় ৩৩৩৫ কোটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন