খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৬ জনের

ভয়ানক ঘটনা ঘটে গেল দেশে। আজ উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident) ঘটে গেল। মৃত্যু হল ৬ জনের।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ওখালকান্দায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। খাদে গাড়ি পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৬ জনের। নৈনিতালে ম্যাক্স গাড়িটি খাদে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। নৈনিতাল জেলার ওখালকান্দা ব্লকে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ হলদওয়ানি থেকে ওখালকান্দা ব্লকের পুদপুরি গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ম্যাক্সের। গাড়িতে মোট ১২ জন ছিলেন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

   

বাকি ছয়জনকে হলদওয়ানি হাই সেন্টারে রেফার করা হয়েছে। নিহতরা হলেন মহেশচন্দ্র পারগাই (৪০), পার্বতী পারগাই (৩৪) ও মেয়ে কবিতা পারগাই (১০), পঙ্কজ পারগাই (১২), মনোজ পারগাই (১০)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ধারির এসডিএম কে এন গোস্বামী জানিয়েছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসনের একটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় মারা গিয়েছেন একই পরিবারের তিন জন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন