HomeBharatতুলা চাষিদের জন্য সুসংবাদ! খোলা হবে ৫৫০ টি সংগ্রহ-কেন্দ্র

তুলা চাষিদের জন্য সুসংবাদ! খোলা হবে ৫৫০ টি সংগ্রহ-কেন্দ্র

- Advertisement -

নয়াদিল্লি: আসন্ন খারিফ শস্য-বাজারের মরশুমে তুলা চাষিদের কাছ থেকে সঠিকভাবে কোনও ক্ষয়ক্ষতি ছাড়া তুলা সংগ্রহের বিষয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। নয়াদিল্লিতে উচ্চপদীয় বৈঠকে খারিফ শস্যের মরশুমে চাষিদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহের বিষয়ে প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন তিনি।

আগামী ১ অক্টোবর থেকে MSP গাইডলাইনের অন্তর্গত তুলা সংগ্রহের কাজ শুরু হবে। চাষিদের কাছ থেকে নেওয়া তুলা সম্পূর্ণ স্বচ্ছতা এবং কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়া বাজারজাত করা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেইসঙ্গে গিরিরাজ সিং আরও বলেন, তুলা চাষিদের স্বার্থ রক্ষার্থে সরকার বদ্ধপরিকর।

   

১ অক্টোবর থেকে শুরু হবে সংগ্রহ প্রক্রিয়া

ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে MSP র অন্তর্গত তুলা সংগ্রহের জন্য ৫৫০ টি সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হবে। উত্তরভাব্রতের রাজ্যগুলিতে ১ অক্টোবর, মধ্যভারতে ১৫ অলতবর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে ২১ অক্টোবর থেকে তুলা সংগ্রহের কাজ শুরু হবে। মরশুমের শুরুতেই কাপাস কিষান অ্যাপে আধারের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন করে ৭ দিনের মধ্যেকার স্লট বুকিং করতে পারছেন তুলা চাষিরা।

যার ফলে কোনও দালাল বা মধ্যস্থতা-কারীর খপ্পরে না পড়ে সরাসরি সরকারি অ্যাপে রেজিস্ট্রেশন করেই উৎপাদিত তুয়া তারা সংগ্রহ কেন্দ্রগুলিতে দিতে পারবেন। সেইসমগে আধারের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। যার সম্বন্ধে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চাষিদের।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular